Sunday 27 October 2019

জেলে ভরে জুলুম করে Lyrics

জেলে ভরে জুলুম করে


             জেলে ভরে জুলুম করে এ মন ভাঙ্গা যাবে না,
             অত্যাচারের শিকল দিয়ে এ মন বাঁধা যাবে না,
                             মোরা  শক্ত হবো সীসার মত,
                              আসবে আসুক বাধাঁ যত,
                              লক্ষ প্রানের ঘুম ঝরাবো,
                              ধিক পরাজয় মানবো না।

        হতাস কেনো বন্ধু তুমি ,
            পরম শপথ  নাও,
                  আনতে সুদিন কণ্ঠে তোমার ,
                         বিপ্লবী গান গাও।
    শহিদেরা আজ তাকিয়ে আচে,পিছপা হওয়া যাবে না,
     অত্যাচারের শিকল দিয়ে  এ মন বাঁধা যাবে না।

                           শহিদানের এই কাফেললা চলবে অবিরাম,
                             আসুক যত বিপদ বাধাঁ,
                              হোক যত বদনাম,
       শহিদেরা আজ তাকিয়ে আচে,ভেঙ্গে পড়া যাবে না,
       অত্যাচারের শিকল দিয়ে  এ মন বাঁধা যাবে না।

Labels: ,

Saturday 26 October 2019

মালিক তুমি জান্নাতে Lyrics

মালিক তুমি জান্নাতে 


              মালিক তুমি জান্নাতে তোমার পাশে,
              একটা ঘর বানিয়ে দিও।
              সে বিভীষিকাময় মহাদিনে,
              তোমার প্রতিবেশি করে নিও।

 যে দিন কেহ আসবেনা কারো কোন কাজে,
 যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজ্বে,
         পুলসেরাত পার হতে গিয়ে,
         পিছলে যাবে কত পথিক ,
         আবার কেহ পূন্য নিয়ে ,
          পার হয়ে যাবে ঠিক-ঠিক,
সে মহাদিনে মহাক্ষণে,পার করে  তুমি দিও।

তুমি দিও হাওসে কাওসারের পাশে স্থান,
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান,
         প্রিয় রাসূলের,প্রিয় উম্মাত,
         উতরে যাবে এই মহাবিচার,
         পরম আনন্দে-জান্নতে,
         সাজাবে নব সংসার,
        সে মহা আনন্দে-জান্নাতে,
                 নবীর পাশে জায়গা দিও।।

Labels: ,

Thursday 24 October 2019

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত lyric

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত 


সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত,
কার কাছে মন খুলে দেওয়া যায়?
কার কাছে সব কথা বলা যায়?
হওয়া যায় বেশী আশ্বস্ত,
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

       যে জন কখনো ব্যাথা দিতে জানে না,
       যে জন কেবলি মুছে দেয় বেদনা,
       হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর,
                    কার বুক এত প্রশ্বস্ত?

মহানবী বলে তারে কেউ বা ডাকে,
          আমি ডাকি প্রিয়তম,
          সে আমার ধ্যান,
          ভালোবাসা প্রেম,
   মধুময় মনোহর স্বপ্ন সমর।

   যেজন করুণার অনুপম উপমা,
   যার মত মরণী/দরদী কোথায় আর মিলেনা,
   জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর,
   কার বুক এত প্রশ্বস্ত,

          তার নাম আহমদ বড় বিশ্বস্ত।




  

Labels: ,

মোহাম্মদের নাম জপেছিলি Lyric

মোহাম্মদের নাম জপেছিলি 


মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে,
     তাই কিরে তোর কন্ঠেরি গান,
     এমন মধুর লাগে?

              ওরে গোলাপ! নিরিবিলি,
               নবীর কদম ছুঁয়েছিলি,
               তার কদমের খুশবু আজও,
               তোর আতরে জাগে!!

মোর নবী রে লূকিয়ে দেখে,
তার পেশানীর জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ! রাঙ্গলি কি তুই?
গভীর অনুরাগে!!

       ওরে ভ্রমর!
                      তুই কি প্রথম?
                      চুমেছিলি নবীর কদম,
                      গুনগুনিয়ে সেই খুশি কি?
                      জানাস রে গুলবাগে!!
     

Labels: ,

Wednesday 23 October 2019

কারার ওই লৌহকপাট

কারার ওই লৌহকপাট


কারার ওই লৌহ-কপাট,
    ভেঙ্গে ফেল কররে লৌপাট,
     রক্ত জমাট,
        শিকল-পূজার পষাণ-বেদী,
ওরে ও তরুন-ঈশাণ!
     বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নিশান,
                 উঠুক প্রাচীর ভেদী।।

গাজনের বাজনা বাজা-
      কে মালিক?কে সে রাজা?
      কে দেয় সাজা,
               মুক্ত স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি,ভগবান পরবে ফাঁসি?
সর্বনাশী!
        শিখায় এ হীন তথ্য কে রে?

ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা,
         গারদ-গুলা,
জোরসে ধরে হ্যাঁচকা টানে,
                মার হাঁক হায়দারী হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক,ডাক ওরে ডাক,
     মৃত্যুকে ডাক জীবন পানে।।

নাচে ঐ কাল বৈশাখী ,
        কাটাবি কাল ব'সে কি??
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
                  লাথি মার, ভাঙ্গরে তালা!
                    যত সব বন্দি-শালায়!
আগুন জ্বালা , আগুন জ্বালা, ফেল উপাড়ি।।

Labels:

Monday 21 October 2019

সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান

সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান 

সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান 
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে  মধুপান,
আরও  কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি?

সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক,
সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ,
সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া,
আরও সুন্নাত হল পাথরের আঘাত খাওয়া।

মুহাব্বতের তার সুদিনের সাথী তুমি,
দুরদিনেও তার পাশে থাকো কি?

সুন্নাত শুধু কোরআনের সমাজ বিনির্মাণে,
বৈরি সকল পথ মাড়িয়ে চলা,
সুন্নাত দাওয়াতে দ্বীনের পাশাপাশি,
ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা।

সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন,
সুন্নাত প্রয়োজনে হুক্কার গর্জন,
সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া,
আরও সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া।

মুহাব্বতের তার খালিদ-ওমর-আলী,
আবুবকরের মত পাশে থাকো কি??

Labels: , , ,

ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ lyrics

ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ 


ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ এলো রে দুনিয়ায়,
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।।

ধূলির ধরা বেহেশতে আজ,
জয় করিল দিলো রে লাজ,
আজকে খুশির ঢল নেমেছে,
ধূসরও সাহারায়।।

দেখ আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের,
বাণী সে শূধায়।।


নিখিল দুরুদ পড়ে লয়ে নাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
জিন-পরী ফেরেশতা সালাম,
জানায় নবির পায়।।

Labels: , ,