মোহাম্মদের নাম জপেছিলি Lyric
মোহাম্মদের নাম জপেছিলি
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে,
তাই কিরে তোর কন্ঠেরি গান,
এমন মধুর লাগে?
ওরে গোলাপ! নিরিবিলি,
নবীর কদম ছুঁয়েছিলি,
তার কদমের খুশবু আজও,
তোর আতরে জাগে!!
মোর নবী রে লূকিয়ে দেখে,
তার পেশানীর জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ! রাঙ্গলি কি তুই?
গভীর অনুরাগে!!
ওরে ভ্রমর!
তুই কি প্রথম?
চুমেছিলি নবীর কদম,
গুনগুনিয়ে সেই খুশি কি?
জানাস রে গুলবাগে!!
Labels: Islami Lyric, মোহাম্মদের নাম জপেছিলি Lyric
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home