ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ lyrics
ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ
ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ এলো রে দুনিয়ায়,
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।।
ধূলির ধরা বেহেশতে আজ,
জয় করিল দিলো রে লাজ,
আজকে খুশির ঢল নেমেছে,
ধূসরও সাহারায়।।
দেখ আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের,
বাণী সে শূধায়।।
নিখিল দুরুদ পড়ে লয়ে নাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
জিন-পরী ফেরেশতা সালাম,
জানায় নবির পায়।।
Labels: Trivuboner Priyo Muhammad, ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ, বাংলা ইসলামী গান
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home