সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরও কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি?
সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক,
সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ,
সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া,
আরও সুন্নাত হল পাথরের আঘাত খাওয়া।
মুহাব্বতের তার সুদিনের সাথী তুমি,
দুরদিনেও তার পাশে থাকো কি?
সুন্নাত শুধু কোরআনের সমাজ বিনির্মাণে,
বৈরি সকল পথ মাড়িয়ে চলা,
সুন্নাত দাওয়াতে দ্বীনের পাশাপাশি,
ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা।
সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন,
সুন্নাত প্রয়োজনে হুক্কার গর্জন,
সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া,
আরও সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া।
মুহাব্বতের তার খালিদ-ওমর-আলী,
আবুবকরের মত পাশে থাকো কি??
Labels: Islami Lyric, Sunnat Noy Sudu Dawyater Mehoman, বাংলা ইসলামী গান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান Lyrics


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home