Saturday, 26 October 2019

মালিক তুমি জান্নাতে Lyrics

মালিক তুমি জান্নাতে 


              মালিক তুমি জান্নাতে তোমার পাশে,
              একটা ঘর বানিয়ে দিও।
              সে বিভীষিকাময় মহাদিনে,
              তোমার প্রতিবেশি করে নিও।

 যে দিন কেহ আসবেনা কারো কোন কাজে,
 যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজ্বে,
         পুলসেরাত পার হতে গিয়ে,
         পিছলে যাবে কত পথিক ,
         আবার কেহ পূন্য নিয়ে ,
          পার হয়ে যাবে ঠিক-ঠিক,
সে মহাদিনে মহাক্ষণে,পার করে  তুমি দিও।

তুমি দিও হাওসে কাওসারের পাশে স্থান,
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান,
         প্রিয় রাসূলের,প্রিয় উম্মাত,
         উতরে যাবে এই মহাবিচার,
         পরম আনন্দে-জান্নতে,
         সাজাবে নব সংসার,
        সে মহা আনন্দে-জান্নাতে,
                 নবীর পাশে জায়গা দিও।।

Labels: ,

5 Comments:

At 8 May 2020 at 04:45 , Blogger Unknown said...

ধন্যবাদ

 
At 2 November 2020 at 07:04 , Blogger Unknown said...

মাশাআল্লাহ

 
At 5 December 2020 at 00:41 , Anonymous Anonymous said...

Kolizay Lage sunle Boy hoy Jodi Allhor Prio Bandda Na hote pari Jodi Allha Amar proti Rag kore Bose thaken

 
At 4 May 2021 at 22:23 , Blogger সাঈদ said...

মালিক তুমি জান্নাতে তোমার পাশে,
"পাশে" কেটে "কাছে" লিখুন।

যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজ্বে,
"লাজ্বে" কেটে "লাজে" লিখুন।

আবার কেহ পূন্য নিয়ে ,
"পূন্য" কেটে "পূণ্য" লিখুন।

তুমি দিও হাওসে কাওসারের পাশে স্থান,
"হাওসে" কেটে "হাউজে" লিখুন।

উতরে যাবে এই মহাবিচার,
পরম আনন্দে-জান্নতে,
"এই" কেটে দিন। জান্নতে কেটে জান্নাত লিখুন।

ধন্যবাদ।

 
At 17 July 2021 at 17:27 , Blogger Rp Tech 13 Roasted said...

good

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home