সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত lyric
সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত,
কার কাছে মন খুলে দেওয়া যায়?
কার কাছে সব কথা বলা যায়?
হওয়া যায় বেশী আশ্বস্ত,
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
যে জন কখনো ব্যাথা দিতে জানে না,
যে জন কেবলি মুছে দেয় বেদনা,
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর,
কার বুক এত প্রশ্বস্ত?
মহানবী বলে তারে কেউ বা ডাকে,
আমি ডাকি প্রিয়তম,
সে আমার ধ্যান,
ভালোবাসা প্রেম,
মধুময় মনোহর স্বপ্ন সমর।
যেজন করুণার অনুপম উপমা,
যার মত মরণী/দরদী কোথায় আর মিলেনা,
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর,
কার বুক এত প্রশ্বস্ত,
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
কার বুক এত প্রশ্বস্ত?
মহানবী বলে তারে কেউ বা ডাকে,
আমি ডাকি প্রিয়তম,
সে আমার ধ্যান,
ভালোবাসা প্রেম,
মধুময় মনোহর স্বপ্ন সমর।
যেজন করুণার অনুপম উপমা,
যার মত মরণী/দরদী কোথায় আর মিলেনা,
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর,
কার বুক এত প্রশ্বস্ত,
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home